খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিক ভট্টাচার্যের ছেলে সৌরভ! মাসিক বেতন শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে
1 min readখাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিক ভট্টাচার্যের ছেলে সৌরভ! মাসিক বেতন শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে
আবার প্রশ্নের মুখে খাদ্য দফতরের ভূমিকা। ১৫ দিন আগে মির্জা গ্যালিব স্ট্রিটের খাদ্য দফতরের প্রধান কার্যালয়ে হাজির হয়েছিলেন ইডি কর্তারা। তাঁরা খুঁজতে এবং জানতে গিয়েছিল মানিক পুত্র সৌরভের সম্বন্ধে। সৌরভ কত বেতন পান? কী ভাবে সে সরকারি চাকরিতে নিয়োগ হয় তাঁর?সেই সব নিয়ে খাদ্য দফতর কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরে ফিরে যান।Food and Supply-এর IT বিভাগের রিফর্ম সেলের অস্থায়ী ডাটা অপারেটর বিভাগের টিম লিডার ছিল মানিক ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্য।
এই ডাটা অপারেটররা মূলত ওয়েবেল বা ইনফোসিস নামক সংস্থার মাধ্যমে ঠিকাকর্মী হিসাবে নিয়োগ হয়। কিন্তু সেই টিমের লিডার সৌরভ ভট্টাচার্য বছর খানেক আগে খাদ্য দফতর অস্থায়ী কর্মী হিসাবে কাজে যোগ দেয়। তার নিয়োগ খাদ্য দফতরের সরাসরি হয়েছিল। জানা গিয়েছে, সমস্ত ডাটা অপারেটররা যেখানে ১০-১৩ হাজার টাকা বেতন পান, কিন্তু সৌরভ মাসে ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা বেতন পেতেন বলে সূত্রের খবর।ভট্টাচার্য গ্রেফতারের পরেই, ছেলে সৌরভের খোঁজে ইডি খাদ্য দফতরের গিয়েছিল। ইডি আধিকারিকেরা খাদ্যভবনের আধিকারিকদের কাছে তার সম্পর্কে খোঁজ নেন। তারপর থেকেই সৌরভ আর অফিসে আসছে না। এই সৌরভ ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৭ কোটি টাকার হদিস পেয়েছে ইডি। ওই টাকার সূত্র নিয়ে সৌরভকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী সংস্থা।