কালীপূজার বিসর্জনে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল রায়গঞ্জ বাসি।
1 min readকালীপূজার বিসর্জনে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল রায়গঞ্জ বাসি।
শুভজিৎ দাস: আজ শুক্রবার রায়গঞ্জের বেশ কয়েকটি ক্লাবের তরফ থেকে কালী প্রতিমা নিরঞ্জন করা হয় ।সেইসঙ্গে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আর এই শোভাযাত্রায় মেতে উঠে আপামর রায়গঞ্জবাসী। যা এক কথায় কার্নিভালের রূপ নেয়।
রায়গঞ্জের অনামী বয়েস সুকান্ত, রামকৃষ্ণ সংঘ ,বিপিএস ক্লাব এর পক্ষ থেকে আজ প্রতিমা নিরঞ্জন করা হয়। একদিকে যেমন বয়েস সুকান্তের পক্ষ থেকে শোভাযাত্রায় অংশ নেন রায়গঞ্জের বিধায়ক তথাপিএসি কমিটির চেয়ারম্যান শ্রীকৃষ্ণ কল্যাণী আবার অপরদিকে রামকৃষ্ণ সংঘের তরফ থেকে পক্ষ থেকে রায়গঞ্জের রাজপথে হাটলেন যায় মুখ্যমন্ত্রীর ভাই বাবন ব্যানার্জি।
এই শোভাযাত্রায় ছৌ নাচ ,আদিবাসী নৃত্য,মহিলাদের দ্বারা ঢাকবাদ্য , জয় ঢাক ছিল চোখে পড়ার মতো তবে সবচেয়ে বেশি নজর কাড়ে রামকৃষ্ণ সংঘের বিদেশী মহিলাদের দ্বারা পরিচালিত বাদ্যানুষ্ঠান। বিধায়ক কৃষ্ণ কল্যাণী শোভাযাত্রায় মানুষের বিপুল অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান।