আলিপুরদুয়ারের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে রায়গঞ্জের বিশিষ্ট কবি সোমা চক্রবর্তী উত্তরবঙ্গের শ্রেষ্ট মহিলা কবি হিসাবে সংবর্ধিত হলেন
1 min readআলিপুরদুয়ারের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে রায়গঞ্জের বিশিষ্ট কবি সোমা চক্রবর্তী উত্তরবঙ্গের শ্রেষ্ট মহিলা কবি হিসাবে সংবর্ধিত হলেন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২অক্টোবর:শতবর্ষে ২৩তম নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হল গত ১৫ ও ১৬ই অক্টোবর আলিপুর দুয়ারের রবীন্দ্র ভবনে। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের উত্তরবঙ্গের রায়গঞ্জ শাখার সদস্যা তথা বিশিষ্ট কবি সোমা চক্রবর্তীকে শ্রেষ্ট মহিলা কবি হিসাবে সংবর্ধিত হলেন।বিশিষ্ট কবি সোমা চক্রবর্তীকে এই সম্মেলনে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের পক্ষে সংবর্ধনা দিলেন কৌশিক রায়। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে রায়গঞ্জ শাখার মহিলা কবি সোমা চক্রবর্তী শ্রেষ্ট মহিলা কবির সন্মান পাওয়ায় রায়গঞ্জ শাখার কর্মকর্তারা কবি সোমা চক্রবর্তীকে অভিনন্দন জানান।
কবি সোমা চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের মত একটি বিশাল সাহিত্যের প্রতিষ্ঠান থেকে আমাকে শ্রেষ্ট মহিলা কবির স্বীকৃতি দেওয়ায় আমি আপ্লুত।তিনি বলেন যেকোন সংবর্ধনা একজন শিল্পী অথবা সাহিত্যিককে ভবিষ্যতের সাহিত্য সৃষ্টিতে প্রেরণা যোগায়।
আমাকেও এই সন্মান ভবিষতে আরো সৃজনশীল সৃষ্টিতে উৎসাহ যোগাবে বলে মনে করি।অনুষ্ঠানে “সাহিত্য ও গন মাধ্যম” শীর্ষক আলোচনা চক্রে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত নলিনী বেরা, জ্যোতি সরকার (উত্তরবঙ্গ সংবাদ)এবং ডক্টর সুনীল চন্দ্র (আজকাল)।
অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের সর্বভারতীয় সভাপতি ডক্টর প্রদীপ কুমার ভট্টাচার্য, বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর আনন্দ গোপাল ঘোষ, আনন্দ পুরস্কার প্রাপ্ত নলিনী বেরা,ডক্টর মহেন্দ্র নাথ রায়, সংগঠনের সচিব অনিল কুমার ধর সহ অনেক বিশিষ্ট ব্যক্তিগণ।