জলপাইগুড়ি জেলার মাল আদর্শ বিদ্যালয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
1 min readজলপাইগুড়ি জেলার মাল আদর্শ বিদ্যালয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় অংশ নেন। এই সভায় গত ৫ই অক্টোবর মাল নদীতে বিসর্জনের দিনে হড়পাবানে নিহতদের পরিবারের সদস্যদের এছাড়া যারা জলে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার করেছিল তাদেরও এই সভায় ডাকা হয়।এছাড়াও আলিপুরদুয়ার থেকে ৫৩জনকে ডাকা হয়েছে যাঁরা লোকসংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে যুক্ত রয়েছেন।
এরপর মুখ্যমন্ত্রী সভায় এসে নিহতদের জন্য একমিনিট নীরবতা পালন করেন। এবং উদ্ধারকারীদের প্রত্যেককে ১লক্ষ টাকা করে চেক দেন। এবং যাদের প্রয়োজন আছে তাদের সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরির অফার লেটার দেন।অন্যদিকে আলিপুরদুয়ারের ৫৩জনকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি দেন। উদ্ধারকারী মনোজ মুন্ডা জানান তিনি ৭জনকে উদ্ধার করেছিলেন গত ৫ই অক্টোবর । এবং একলক্ষ টাকার চেক এবং চাকরি পেয়ে তিনি খুব উপকৃত হলেন। ।