দীপাবলিতে রেশন কার্ড হোল্ডারদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে কেন্দ্র
1 min readদীপাবলিতে রেশন কার্ড হোল্ডারদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে কেন্দ্র
নয়া দিল্লি: দেশের মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য ও বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার জন্য স্কিম রয়েছে কেন্দ্রীয় সরকারের। বিশেষত দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক স্কিম রয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায়, বিপিএল কার্ড থাকলে বিনামূল্যে রেশন দেওয়া হয়।এছাড়া কৃষকদের দেওয়া হয় ভর্তুকিযুক্ত ডিজেল। এ ছাড়া বিশেষ বিশেষ উত্সবে অনেক বিশেষ অফার দেওয়া হয়। দীপাবলিতেও দরিদ্র মানুষের জন্য রয়েছে সরকারের তরফে তেমন কিছু উপহার।মূলত যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁদের জন্য শুধু কেন্দ্র নয়, রাজ্যও উপহার দিতে চলেছে। দেশ জুড়ে যখন মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা, তখন সরকার চিনির দাম কমানোর কথা বলেছে।
প্রতি কেজি চিনির দাম আর ২০ টাকার বেশি হবে না। যাঁদের রেশন কার্ড আছে, তাঁদের রেশন দোকানগুলি থেকে অনেক কিছু দেওয়া হবে কম দামে। চাল, গম, চিনি পাওয়া যাবে বলে জানা গিয়েছে।মহারাষ্ট্র সরকার আবার দীপাবলিতে ১০০ টাকায় অনেক পণ্য দেওয়ার কথা ঘোষণা করেছে। রেশন কার্ড থাকলে ১০০ টাকার একটি করে প্যাকেট দেওয়া হবে, তাতে থাকবে ১ কেজি সুজি, ১ কেজি ভোজ্য তেল, ১ কেজি ডাল, ১ কেজি বাদাম। সরকারি রেশন দোকান থেকে সে সব পণ্য কিনতে হবে। এ ছাড়া বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত।এদিকে, বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা আরও ৩ মাস বাড়ানো হয়েছে কেন্দ্রের তরফে। ২০২০ সালে করোনা মহামারির সময় এই বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক ও গরিব মানুষের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় প্রত্যেক ব্যক্তি মাস প্রতি ৫ কেজি করে খাদ্য শস্য পেয়ে থাকেন।