পুলিশকে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির, উত্সবের মরশুমে সতর্ক থাকার নির্দেশ
1 min readপুলিশকে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির, উত্সবের মরশুমে সতর্ক থাকার নির্দেশ
কলকাতা:পুলিশ সুপারদের ফের কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর। অপহরণ এবং মিসিং কমপ্লেন হলে নজর দিয়ে দেখতে হবে। ডিজি বললেন, ”আপনারা এই বিষয়গুলো সিরিয়াসলি নিন। অবহেলা করবেন না। এক জেলার পুলিশের সঙ্গে যাতে আরও এক জেলায় পুলিশের কোনওরকম সমন্বয়ে অভাব না হয়, সেই দিকে নজর দিতে হবে।অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা কিন্তু সতর্ক থাকুন”।বিভিন্ন জেলার পুলিশ সুপারদের কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির।
পাশাপাশি, উত্সবের মরশুমের শেষ লগ্নে এসেও তিনি সতর্ক করলেন পুলিশ প্রশাসনকে। বললেন, ”ছটপুজো জগদ্ধাত্রী পুজো ও কালীপুজোয় বিসর্জনের সতর্ক থাকবেন। কোনও রকম অসতর্কতা বরদাস্ত করা হবে না। প্রতিটি ঘাটে যাতে ডিএমজি থাকে, সেই বিষয় আপনারা নিশ্চিত করবেন।”শনিবার প্রতিটি জেলার পুলিশ সুপার পুলিশ কমিশনারেরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি। বিকেল থেকে সেই বৈঠক হয়। সেই বৈঠকে এই নির্দেশ তিনি দেন বলেই নবান্ন সূত্রে খবর। ডিজি ছাড়াও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।