কালিয়াগঞ্জ পৌর সভার প্রাণ কেন্দ্র বিবেকানন্দ মোড়ের প্রধান হাইমাস্ট আলো দীর্ঘ দিন ধরে বন্ধ_
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার প্রাণ কেন্দ্র বিবেকানন্দ মোড়ের প্রধান হাইমাস্ট আলো দীর্ঘ দিন ধরে বন্ধ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ অক্টোবর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র বিবেকানন্দ মোড়ের প্রধান হাইমাস্ট আলো দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলো পৌরসভার নেই কোন হেল দোল। বেশ কিছুদিন ধরে শহরের প্রাণ কেন্দ্রে বড় ধরনের আলো খারাপ হয়ে পড়ে থাকায় বিবেকানন্দ মোড়ের এলাকার মানুষজন পৌর সভার কাজ কর্মে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে শনিবার সন্ধ্যায়।কালিয়াগঞ্জ শহরের পরিতোষ চ্যাটার্জী এই প্রতিবেদককে ক্ষুব্ধ হয়ে
বলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরে তার পক্ষে অনেক কিছুই খোঁজ খবর করা সম্ভব হয় না। কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌর পিতা এসবের কেন কোন খোঁজ খবর রাখেন না। তিনি এও বলেন ও ঠিকইতো উনিওতো সারাদিন কুশমন্ডিতে আবার চাকরি করেন।উনিই বা কি ভাবে দেখবেন? বিবেকানন্দ মোড়ে দেখা মারওয়ারিপট্টির বিজয় সাহাবলেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা সকাল থেকে বেলা চারটে পর্যন্ত চাকরি সেরে এসে বিকেলে আবার তৃণমূলের বিভিন্ন সভায় গিয়ে তাকে শোভাবর্ধন করতে হয়।কোথায় কি খারাপ হয়ে আছে তিনি এসব ছোট কাজ কেন দেখতে যাবেন? ওসব জনগণকেই পৌর সভায় গিয়ে বলতে হবে। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন পৌর সভায় কোথাও কোন সমস্যা দেখা দিলে আমাকে একটু ফোনে জানালে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ঘটনাটা জানালাম।দ্রুত ঠিক করে দেওয়া হবে বলে তিনি জানান।