এবার সরকারি আধিকারিকদের ওয়ার্ক ফ্রম হোম, নির্দেশ নবান্নের
1 min readএবার সরকারি আধিকারিকদের ওয়ার্ক ফ্রম হোম, নির্দেশ নবান্নের
দুর্গাপুজোর সরকারি ছুটি প্রায় শেষের পথে। এবার কাজে ফেরার পালা। সরকারি দপ্তরের কর্মীদের খাতায় কলমে পুজোর ছুটি ১১ই অক্টোবর পর্যন্ত। কিন্তু ৮ তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে ই-অফিস। কার্যত, এই ই-অফিসের মাধ্যমে যাবতীয় ফাইল পাস করানোর কাজকর্ম চলতে থাকবে। সেক্ষেত্রে সরকারি আধিকারিকরা এই কদিন ওয়ার্ক ফ্রম হোম করবেন অনলাইনে।
প্রসঙ্গত, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে সরকারি আধিকারিকদের অনলাইনে নির্ভরতা বাড়ানো হয়েছে। সরকারি অনুমোদনের ক্ষেত্রেও অনলাইন পদ্ধতি অবলম্বন করা হয়।প্রসঙ্গত, প্রত্যেক সরকারি আধিকারিকদের নির্দিষ্ট আইডি আছে এবং তার মাধ্যমে তাঁরা ল্যাপটপ, ফোন কিংবা কম্পিউটারে লগ ইন করে প্রয়োজনীয় কাজকর্ম সারতে পারবেন। আর এভাবেই যেকোন জায়গা থেকে অনলাইন ফাইলগুলিকেও অনুমোদন দিতে পারবেন তাঁরা। সরকারি কাজে গতি আনতেই আগামী ৮ই অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে নবান্নের(Nabanna) নির্দেশে ই-অফিস।