December 22, 2024

|অশ্বত্থ গাছ কাটার নীরব প্রতিবাদ স্বেচ্ছাসেবী সংগঠনগুলির

1 min read

||অশ্বত্থ গাছ কাটার নীরব প্রতিবাদ স্বেচ্ছাসেবী সংগঠনগুলির||

   প্রবাল সাহা  গতকাল কর্ণজোড়ায় সরকারী দপ্তরের সামনে একটি প্রাচীন গাছ কাটার প্রতিবাদে এদিন সকাল ১১টায় হিমতা, রায়গঞ্জ মুক্তির কান্ডারী, উত্তর দিনাজপুর পিপলস ফর অনিমালস এর পক্ষ থেকে যৌথ ভাবে গাছ রক্ষার জন্য নীরব প্রতিবাদ ও অরন্য ষষ্ঠীর সুতো বেঁধে গাছ রক্ষার বার্তা প্রশাসনের কানে পৌছে দেওয়ার উদ্দেশ্যে কর্ণজোড়া সর্বশিক্ষা অফিসের সামনে উপস্থিত হন। বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে গাছ বাঁচানোর আর্জি জানান উদ্যোক্তারা।

জেলার অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় হাওলাদার এবিষয়ে জানান জায়গা টি জঙ্গলের মত হয়ে যাওয়ায় বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই জায়গাটির সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে গাছটি হালকা ছেঁটে পরবর্তীতে সেখানে বাগান বা সেরকম কিছু করার পরিকল্পনা রয়েছে। এবিষয়ে রায়গঞ্জ মুক্তির কাণ্ডারী র কর্ণধার কৌশিক ভট্টাচার্য জানান উন্নয়ন হোক তবে সেটা প্রকৃতি কে বাঁচিয়ে, গাছ কে বাঁচিয়ে। নইলে উন্নয়নের নামে ধ্বংস হবে পৃথিবী ধ্বংস হব আমরা সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *