October 25, 2024

দি গ্রেটার কোচবিহারের চুক্তি ভুক্তি দিবস পালন চোপড়ার সুই গছে

1 min read

দি গ্রেটার কোচবিহারের চুক্তি ভুক্তি দিবস পালন চোপড়ার সুই গছে

জয়দেব গোপ, চোপড়া:– দি গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন (GCPA) এর ঐতিহাসিক ২৮ শে আগস্ট পালন করা হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুই গছ স্কুল মাঠে । গোটা উত্তরবঙ্গের সাথে চোপড়াতেও এই দিনটি উদযাপন করা হয় গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের চোপড়া ব্লক কমিটির আয়োজনে ।

সংগঠনের ব্লক সভাপতি রাজীব সিংহ জানান ১৯৪৯ সালের ২৮ শে আগস্ট তৎকালীন কুচবিহার মহারাজার সাথে তৎ কালীন ভারত সরকারের চুক্তি ভক্তি হয় কুচবিহার রাজ্য নিয়ে। তাই গ্রেটার কুচবিহার পিপলস এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর ২৮শে আগস্ট ঐতিহাসিক দিবস হিসাবে দিনটি পালন করা হয়। এদিন ভারতের জাতীয় পতাকা এবং কুচবিহারের হলুদ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রাজবংশী সমাজের কৃষ্টি কালচার মেনে প্রথমে শিব চন্ডি পূজা করা হয়।এরপর কামতা কাব্য পাঠ করা হয়। পরে সারাদিন ব্যাপি ভাওয়াইয়া কুষান নৃত্য গোয়ালিনী নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক ২৮ শে আগস্ট এর উপরে বিভিন্ন বক্তাগন আলোচনায় অংশ নেন। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে রাজবংশী সমাজের মানুষেরা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *