June 20, 2024

চোপড়া ব্লকের পাগলী গছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে সুগার পরীক্ষা

1 min read

চোপড়া ব্লকের পাগলী গছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে সুগার পরীক্ষা

জয়দেব গোপ, চোপড়া:- পাগলী গছ নব শক্তি ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগ এবং ইসলামপুর ব্লাড ব্যাংক ও বিধান নগর ডায়গনস্টিক সেন্টারের সহযোগীতায় ও ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির পরিচালনায় রবিবার চোপড়া ব্লকের পাগলী গছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে সুগার পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় এর ব্যাবস্থা করা হয়।

 

এদিনের এই শিবিরে এখনো পর্জন্ত ২৮জন স্বেচ্ছায় রক্তদান করেছে তবে ৪০ জনের লক্ষ্য মাত্রা রয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সহ সম্পাদক অতুল সিংহ। সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে ক্লাবের পক্ষে জানানো হয়েছে। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ঠ সমাজসেবী ও পুলিশকর্মী বাপন দাস। এদিনের শিবিরে কয়েকজন মহিলাও রক্তদান করেন। উপস্থিত ছিলেন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন, তৃণমুল কংগ্রেসের ব্লক যুব সভাপতি শ্রিবৎস সিংহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..