নৃত্যর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইনস্টিটিউট হলে
1 min readনৃত্যর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইনস্টিটিউট হলে
প্রবাল সাহা বালুরঘাটের একটি প্রসিদ্ধ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র হল নটরাজ ডান্স একাডেমি। আজ সেই একাডেমির রায়গঞ্জ শাখার পক্ষ থেকে একটি মনোজ্ঞ নৃত্য সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, যা তাদের বার্ষিক অনুষ্ঠান। রায়গঞ্জ ইনস্টিটিউট হলে বিকেল পাঁচটা থেকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের স্বনামধন্য নৃত্যশিল্পী রা, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র। এত অল্প সময়ে প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা ও প্রত্যেক শিক্ষার্থীকে দায়িত্ব নিয়ে নিত্য শেখানোর জন্য প্রশিক্ষক সহ পুরো টিম কে ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিবর্গরা। এদিন বিভিন্ন রকমের নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। নটরাজ ডান্স একাডেমীর নৃত্য প্রশিক্ষক ও কর্ণধার সুমন মন্ডল জানান করোনা কালে এক বছর যাবত অনলাইন মাধ্যমে রায়গঞ্জের কিছু শিক্ষার্থীদের নৃত্য প্রশিক্ষণ দিয়েছিলেন। তাদের নিয়ে এদিনের বার্ষিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা রাখেন প্রতিবছর এরম প্রোগ্রাম তিনি রায়গঞ্জ শাখা কে নিয়ে করতে পারবেন।