October 7, 2024

পান্ডারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের যতায়াতের রাস্তা না থাকায় জমির আলই একমাত্র ভরসা-

1 min read

পান্ডারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের যতায়াতের রাস্তা না থাকায় জমির আলই একমাত্র ভরসা-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৭আগস্ট:কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে পান্ডারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যাবার রাস্তা নাথাকায় জমির আলই একমাত্র ভরসা হবার ফলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জমির জল কাদায় পরে যাবার ঘটনা আকছার ঘটে থাকে।পান্ডারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভব্রত চক্রবর্তী বলেন বিদ্যালয়ে যাবার রাস্তা নিয়ে এলাকার মানুষদের সাথে বেশ কয়েকবার আলোচনা করা হয়ছে।কোন সুরাহা হয়নি।প্রধান শিক্ষক শুভব্রত চক্রবর্তী বলেন কালিয়াগঞ্জের বিশিষ্ট তৃণমূল নেতাদের গোচরে এই সমস্যাটি আনা হলেও তারা আন্তরিকতার সাথে ব্যাপারটি দেখলেও কেও কোন সুরাহা করতে আজও পারেনি।

যদিও কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা পান্ডারা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের কথা ভেবে বছর তিন আগে একটি পাকা রাস্তা বানানোর পরিকল্পনা নিয়েছিলেন। যে রাস্তাটি মেটাল রোড হত যার জন্য আনুমানিক আটলাখ টাকা খরচ করবার সমস্ত। ব্যবস্থা একরকম করেই ফেলে দিয়ে ছিলেন।রাস্তাটি পাকা করবার জন্য টেন্ডার পর্যন্ত করা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে যাওয়ায় সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারার কোন কিছু করার ছিলনা। যে জমির উপর দিয়ে মেটাল রোড করবার টেন্ডার করা হয়েছিল সেই জমির মালিক নুরুল ইসলাম ও তার ভাইয়ের দাবি ছিল রাস্তা করবার জন্য জমি দিতে পারি। কিন্তূ পরিবর্তে তার ছেলের একটি চাকরি দিতে হবে। এই আব্দার কোন ভাবেই মানা সম্ভব না হওয়ায় রাস্তাটি করা সম্ভব হয়নি। কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা বলেন তিনি অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়েছে তাকে।।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভব্রত চক্রবর্তী বলেন তিনি বিদ্যালয়ের এই রাস্তাটি করবার জন্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,অনন্তপুর অঞ্চলের জেলা পরিষদ সদস্য কমল সরকার,জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যকে বলেছিলাম।সবাই কথা দিয়েছিল রাস্তাটি তৈরি হয়ে যাবে।কিন্তু সামান্য বিদ্যালয়ে যাওয়ার একটি রাস্তা কেউ করে দিতে পারেনি কেউ কথা রাখেনি।তাই এখনো পান্ডারা প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচাদের বিদ্যালয়ে যাবার একমাত্র ভরসা জমির আল। পান্ডারা প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের যাবার রাস্তার ব্যবস্থা না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে বিদ্যালয়ের সামনে এলাকার মানুষজন আন্দোলনে যেতে বাধ্য হবে বলে গ্রামের মানুষেরাই মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *