রাখি বন্ধন উৎসব পালিত হলো রায়গঞ্জে|
1 min readরাখি বন্ধন উৎসব পালিত হলো রায়গঞ্জে|
উত্তর দিনাজপুর এর রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট বর্তমানের কথা পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রিয়া বিভাগের যৌথ উদ্যোগে ও রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় এদিন রায়গঞ্জের রবীন্দ্র মূর্তির পাদদেশে পালিত হলো রাখি বন্ধন উৎসব।
সম্প্রীতির এই উৎসবে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ও বেশ কিছু পৌর কর্মীদের দেখা যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র প্রমূখ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় পশ্চিমবঙ্গের রাখি উৎসবটির তাৎপর্য অন্যরকম। বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ এই রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির ডাক দিয়েছিলেন। এখন সেটি শুধু ভাই বোনের বন্ধনে আবদ্ধ। কিন্তু সেই পরিসর থেকে বেরিয়ে আমাদের মানুষের মধ্যে বাঁধনটা আরো মজবুত করে তুলতে হবে, যাতে আমরা সবসময় মানুষের পাশে থাকতে পারি, সব সময় তাদের সহযোগিতা করতে পারি ও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারি।