রাখীপূর্ণিমার পবিত্র তিথিতে ঐতিহ্যবাহী হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল।
1 min readরাখীপূর্ণিমার পবিত্র তিথিতে ঐতিহ্যবাহী হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট রাখীপূর্ণিমার পবিত্র তিথিতে ঐতিহ্যবাহী হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এই বছর এই পুজোর ৭৬ তম বর্ষ৷ পুজোর থিম ‘হারানো শৈশব’। হারিয়ে যাওয়া ছোটো বেলার বিভিন্ন নিদর্শন তুলে ধরা হবে পুজো মন্ডপে।
গত বছর উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সেরা পুজো নির্বাচিত হওয়া এই পুজো এই বছরেও জেলার বাসিন্দাদের নজর কাড়বে বলে আশাবাদী পুজোর উদ্যোক্তারা।এদিন দুপুরে খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের বিডিও লক্ষ্মীকান্ত রায়, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, পুজো কমিটির সভাপতি তথা হেমতাবাদ থানার আই সি অভিজিৎ দত্ত সহ পুজো কমিটির যুগ্ম সম্পাদক পঙ্কজ কুমার সাহা, সুশোভন গুপ্ত সহ অন্যান্যরা । পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে রাখি বন্ধন কর্মসূচীও অনুষ্ঠিত হয়।পঙ্কজ সাহা বলেন, আমাদের এই বছরের পুজোর ৭৬ তম বর্ষ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করাহল। আমাদের পুজোর থিম ‘হারায় শৈশব’।