গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু গৃহবধূর,
1 min readগলায় ফাঁস লাগিয়ে মৃত্যু গৃহবধূর,
প্রদীপ সিনহা রিপোর্টউওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের কদমতলা গ্ৰামে ঘটনাটি ঘটেছে, স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী স্ত্রী মধ্যে পারিবারিক বিষয় নিয়ে, ঝগড়া বিবাদ তৈরী হয়,
এরপর নিজেরাই নিজেদের মধ্যে পারিবারিক বিবাদ মিটিয়ে নেয়, স্বামী কাজে চলে যাওয়ার পর , স্ত্রী সকিনা খাতুন বাপের বাড়ি উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়, পরিবার লোকজনরা তাকে বুঝিয়ে বাড়ি থাকতে বলেন, বাড়ির সবাই কাজে চলে যাওয়ার পর নিজের ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে মারা যান। গৃহবধূ মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, খবর পেয়ে ঘটনাস্থলে করণদিঘী থানার পুলিশ পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।