December 21, 2024

কালিয়াগঞ্জে কেন্দ্রীয় প্রতিনিধিদল কেন্দ্রীয় প্রকল্পের কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো

1 min read

কালিয়াগঞ্জে কেন্দ্রীয় প্রতিনিধিদল কেন্দ্রীয় প্রকল্পের কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১০ আগস্ট: দুয়ারে পঞ্চায়েত নির্বাচন ঘুর ঘুর করছে।বিগত পাঁচ বছরে পঞ্চায়েতের কাজ কর্ম নিয়ে উন্নয়ন হলেও দুর্নীতি তার চারগুণ হয়েছে বলে বিরোধী দলের নেতারা অনেক আগে থেকেই বলে আসছে।পঞ্চায়েতের কাজের মাধ্যমে গ্রামের মানুষরা সত্যি সত্যিই কতটা উপকৃত হয়েছে না হয়নি তা দেখতে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম দেখতে এলো কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্যরা।কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিছুক্ষণ থাকার পর সেখান থেকে বেরিয়ে যায় আটঘরা, আনাউন এবং পুরিয়া সংসদে র বিভিন্ন এলাকায়।কেন্দ্রীয় প্রতিনিধিগণ যেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন বৃক্ষ রোপন প্রকল্পের কাজ তেমনি দেখেন ১০০ দিনের বিভিন্ন প্রকল্পের মধ্যে পুখুর খননের মত কাজ।খোঁজ নেন এই অঞ্চলে প্রধান মন্ত্রী সড়ক যোজনার পরিবর্তে বাংলা সড়ক যোজনার নামে কাজ হয়েছে কিনা? প্রধানমন্ত্রী আবাস যোজনার পরিবর্তে নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনার কাজ হয়েছে কিনা তার খোঁজ তারা নিয়েছেন।

 

 

কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপন দে,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ ব্লকের বিভিন্ন দপ্তরে আধিকারিকগন। এদিকে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান হৃদয় সরকার বলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত কাজ কর্ম কেন্দ্রীয় প্রতিনিধি দল দেখেছেন তাতে মনে হয় তারা খুশিই হবেন। যদিও বিজেপি নেতা তথা কালিয়াগঞ্জ পৌর সভার ১০নম্বর ওয়ার্ডের কমিশনার গৌরাঙ্গ দাস বলেন উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েতে যে ভাবে কেন্দ্রীয় সরকারের অর্থ নয়ছয় হয়েছে জেলার শুধুমাত্র করনদীঘি ব্লকে গেলেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের চোখ কপালে উঠতে বাধ্য হবে বলেই গৌরাঙ্গ বাবু বলেন।তিনি বলেন ব্লক অফিস থেকে আগেই ঠিক করে রাখা দুই একটি কাজ যেখানে কিছুটা কাজ হয়েছে সেখানে নিয়ে গিয়ে আই ওয়াস করা ছাড়া আর কিছুই নয় বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *