বরিষ্ঠ নাগরিকদের সমস্যা সমাধানে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির ব্যাংকে ডেপুটেশন
1 min readবরিষ্ঠ নাগরিকদের সমস্যা সমাধানে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির ব্যাংকে ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ৫ আগস্ট: শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি কালিয়াগঞ্জ মারোয়ারি পট্টিতে অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় তিন দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির নেতৃত্বে একটি ডেপুটেশন দেওয়া হয়।দাবি গুলির মধ্যে প্রধান দাবি ছিল বরিষ্ঠ নাগরিকদের জন্য টাকা তোলা ও জমা দেবার জন্য অতিরিক্ত একটি কাউন্টার খুলতে হবে।
কারন সিনিয়র সিটিজেন আমানতকারীরা অনেক সময় দীর্ঘক্ষণ ব্যাংকের লম্বা লাইনে দাড়িয়ে থাকার ফলে অসুস্থ হবার ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে তাই অবিলম্বে অতিরিক্ত কাউন্টার খুলে বারিষ্ঠ নাগরিকদের সুবিধা দিতে হবে।এস বি আই শাখা মারওয়ারি পট্টি সম্পর্কে সাধারন মানুষের বক্তব্য ব্যাংক আমানত কারীদের সাথে ভালো ব্যবহার না করার তারা ভালো ভাবে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত।কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সম্পাদক সন্দীপ কুমার ধর এবং সভাপতি কানাই শেঠের নেতৃত্বে পাঁচ জনের একটি প্রতিনিধি দল ব্যাংকের শাখা ম্যানেজারের কাছে তাদের দাবি পত্র পেশ করেন। শাখা ম্যানেজার ডেপুটেশন কারীদের উদ্দেশ্যে বলেন তিনি অবশ্যই গুরুত্ব দিয়ে ব্যাপারটি দেখবেন এবং সমাধানের চেষ্টা করবেন।