উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ ১৬ ফুটবলে ডি এস এ রেডকে ৪গোলে হারিয়ে জয়ী কালিয়াগঞ্জ ফুটবল একাডেমী
1 min readউত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ ১৬ ফুটবলে ডি এস এ রেডকে ৪গোলে হারিয়ে জয়ী কালিয়াগঞ্জ ফুটবল একাডেমী
শুভ আচার্য ,কালিয়াগঞ্জ,৭জুলাই:,উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ ১৬ ফুটবল বৃহস্পতিবার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে ট্যালেন্ট সার্চ ফুটবল টুর্নামেন্টে ডি এস এ (রেড)কে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমী ৪ গোলে হারিয়ে জয়ী হয় বলে জানালেন
কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ।কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি তথা সাংবাদিক তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সমস্ত খেলোয়াড়দের এই জয়ের জন্য অভিনন্দন জানান।