কালিয়াগঞ্জ শহরে নাট মন্দির প্রাঙ্গণে আগামী রথ উৎসবে নুতন রথ ও জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে দেখা দিয়েছে উন্মাদনা
1 min readকালিয়াগঞ্জ শহরে নাট মন্দির প্রাঙ্গণে আগামী রথ উৎসবে নুতন রথ ও জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে দেখা দিয়েছে উন্মাদনা
তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর:সামনেই বাঙালিদের শ্রেষ্ট উৎসব রথ উৎসব।উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রথ উৎসব দীর্ঘ দিন ধরে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে হলেও গত দুই বছর করোনার কারনে হতে পারেনি।কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন এবার তাদের রথ উৎসব ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে।
কারন হিসাবে বলেন তারা আনুমানিক ৭ লক্ষ টাকা ব্যয় করে একটি নুতন রথ নির্মাণ করছেন।ফলে নুতন রথের একটা আলাদা আকর্ষণ থাকবেই।তাছাড়া রথ যাত্রা উপলক্ষে নয় দিন ধরে একটি বর মেলে বসবে বলে তিনি জানান।নাট মন্দির কমিটির সভাপতি সুনীল সাহা বলেন তাদের রথ যাত্রার এবারের সবচেয়ে বড় আকর্ষণ নাটমন্দির
প্রাঙ্গণে বাবা জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে।জগন্নাথ দেবের মন্দিরের কাজ প্রায় শেষের দিকে বলে সুনীল বাবু জানান।তিনি বলেন কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনকে মিনি বৃন্দাবন ধামে পরিনত করতে কর্মকর্তারা রাতদিন এক করে পরিশ্রম করে চলেছেন।