December 23, 2024

কালিয়াগঞ্জে দুয়ারের রেশন এর মাধ্যমে গরিব মানুষদের ঠকানো হচ্ছে বললেন শহর বিজেপি সভাপতি গৌরাঙ্গ দাস

1 min read

কালিয়াগঞ্জে দুয়ারের রেশন এর মাধ্যমে গরিব মানুষদের ঠকানো হচ্ছে বললেন শহর বিজেপি সভাপতি গৌরাঙ্গ দাস

তনময় চক্রবর্তী।।। দুয়ারের রেশন এর মাধ্যমে রাজ্যে সরকার যখন গরিব মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি ঠিক তখন একশ্রেণীর মানুষ এই দুয়ারে সরকারের মাধ্যমে গরিব মানুষদের ঠকিয়ে যাচ্ছেন। আজ এমনই মন্তব্য করলেন কালিয়াগঞ্জ শহর বিজেপির সভাপতি গৌরাঙ্গ দাস। তিনি বলেন দুয়ারে সরকারের মাধ্যমে যখন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী সাধারণ মানুষদের সঠিক পদ্ধতিতে পৌঁছে দেওয়ার জন্য সরকার বারে বারে নির্দেশ দিচ্ছে ঠিক তখন সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী কম দিয়ে অনেক গরিব মানুষকে একশ্রেণীর মানুষ বঞ্চিত করছে তাদের প্রাপ্য খাদ্য সামগ্রী পাওয়া থেকে।

এ ব্যাপারে তারা বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি ফলে বহাল তবিয়তে কালিয়াগঞ্জ এর বিভিন্ন জায়গায় দুয়ারে রেশন এর মাধ্যমে গরিব মানুষদের ঠকানো হচ্ছে। আগামী দিনে যদি এরকম চলতে থাকে তাহলে বিজেপি ছেড়ে কথা বলবেনা।  বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে তিনি জানান। গৌরাঙ্গ বাবু বলেন সরকারিভাবে অনলাইনে স্লিপ কিছু করার কথা থাকলেও অনেক জায়গায় দেখা যাচ্ছে হাতে কলমে লিখে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে তাদের প্রাপ্য দুয়ারে রেশনে কে কতটা খাদ্যসামগ্রী পাবে তার তালিকা। এটা অবৈধ উপায়ে করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বহু জায়গায় গিয়ে তারা বহু মানুষের সাথে কথা বলে তাদের রেশনিং ব্যবস্থার মাধ্যমে তাদের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী কম পাচ্ছেন এমনটাই অভিযোগ তাদের শুনতে হচ্ছে। তাহলে তার প্রশ্ন হচ্ছেটা কি এই সব। অবিলম্বে সরকারের আধিকারিকদের এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। তা না হলে এই প্রকল্প থেকে সাধারণ মানুষরা বঞ্চিত হয়ে থাকবে

6 thoughts on “কালিয়াগঞ্জে দুয়ারের রেশন এর মাধ্যমে গরিব মানুষদের ঠকানো হচ্ছে বললেন শহর বিজেপি সভাপতি গৌরাঙ্গ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *