বেআইনি জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর পৌরসভা।
1 min readবেআইনি জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর পৌরসভা।
বেআইনি জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর পৌরসভা। বুধবার দুপুরে ইসলামপুর পৌরসভার বাস টার্মিনাস সংলগ্ন দুটি দোকান উচ্ছেদ করে দেওয়া হয় ইসলামপুর পৌরসভার তরফ থেকে।
ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ওই দুটি দোকান প্রথমে টেবিল বসিয়ে দোকান করছিল ঠিক ছিল। কিছুদিন পর বেআইনি ভাবে বাঁশ দিয়ে ছাউনি তৈরি করে দেয়। বিষয়টি পৌরসভার নজরে আসতেই উচ্ছেদ করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে দোকান মালিক প্রদীপ দাস বলেন পৌরসভার থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এই দোকানের উপর নির্ভরশীল ছিলেন তারা। উচ্ছেদ করলে সব দোকান করুক। শুধু এই দুটি দোকান কেন উচ্ছেদ করল প্রশ্ন করেন তিনি।