কেশপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি!
1 min readকেশপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি!
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট।দিনের পর দিন রাস্তাঘাটে দুর্ঘটনা বেড়েই চলেছে। বারবার প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করলেও কোন হূস ফেরেনি পথ চলতি মানুষদের।বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর থানার উদ্যোগে
কেশপুর কলেজ মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এক রেলির আয়োজন করা হয়। উক্ত রেলির মধ্য দিয়ে পুলিশ প্রশাসন সতর্ক বার্তা দেন পথচলতি মানুষদের।রাস্তায় যাতায়াতকারী মোটরসাইকেল ড্রাইভার দের হেলমেট পরে বাইক চালানোর পাশাপাশি নির্দিষ্ট গতিতে গাড়ি চালানো পরামর্শ দেন এদিনের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর মধ্য থেকে।এদিনের এই পথ সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন কুমার তিওয়ারি সহ কেশপুর থানার বিভিন্ন আধিকারিক এবং পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারা।