নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করে কালিয়াগঞ্জ পৌর সভার দায়িত্ব প্রসাশক হিসাবে পালন করে চলছে তৃণমূলের বিদায়ী কমিশনার শচীন সিংহ রায়?
1 min readনির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করে কালিয়াগঞ্জ পৌর সভার দায়িত্ব প্রসাশক হিসাবে পালন করে চলছে তৃণমূলের বিদায়ী কমিশনার শচীন সিংহ রায়?
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২৯ মার্চ:সম্প্রতি নির্বাচন কমিশনের একটি নির্দেশে বলা হয়েছে যে সমস্ত পৌর সভার দায়িত্বে রাজনৈতিক দলের কোন ব্যক্তিত্ব দায়িত্ব পালন করছে তাদের পদত্যাগ করে কোন সরকারি আধিকারিক সেই দায়িত্ব পালন করবে।কিন্তূ বেশ কিছু দিন হয়ে গেলেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার দায়িত্বে
এই মুহূর্তেও কালিয়াগঞ্জ পৌর সভার বিদায়ী কমিশনার শচীন্দ্র নাথ সিংহরায় নির্বাচন কমিশনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আজও তিনি প্রসাশক হিসাবে কাজ চালিয়ে যাওয়ায় সাধারণ মানুষ মনে করছে নির্বাচন কমিশনের সেই নির্দেশ কি কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক এ ভাবে অমান্য করতে পারেন?যে ব্যাপারে কালিয়াগঞ্জ পৌর সভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাসকে এই প্ৰতিবেদক প্রশ্ন করলে তিনি বলেন আমার কাছে এখনো পর্যন্ত প্রশাসকের কাছ থেকে দায়িত্ব নেবার কোন রকম নির্দেশ আমার কাছে আসেনি।
এলে পরে অবশ্যই নেব।সোমবার এ ব্যাপারে উত্তর দিনাজপুর জেলার জেলা সাশক অরবিন্দ কুমারকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন পৌর সভার যিনি সরকারের নির্বাহী আধিকারিক আছেন তিনার দায়িত্ব নিয়ে নেবার কথা।যদি না নিয়ে থাকে আমি ব্যাপারটা দেখছি।