কালিয়াগঞ্জে বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা বিফল। বহাল থাকল বিজেপি প্রার্থী সৌমেন রায়
1 min readকালিয়াগঞ্জে বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা বিফল। বহাল থাকল বিজেপি প্রার্থী সৌমেন রায়
তনময় চক্রবর্তী।এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। কালিয়াগঞ্জ এর বিজেপি প্রার্থী নিয়ে যে বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কালিয়াগঞ্জ এর বিজেপি নেতৃত্বের হল রায়গঞ্জে ,সেখানে কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন কড়া হুঁশিয়ারি দিল যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে অর্থাৎ সৌমেন রায়ের সমর্থনে সকলকে কাজ করতে হবে একসাথে। এক্ষেত্রে অন্যথা কোন কার্যকর্তা যদি এ বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে দল করা ব্যবস্থা নিবে।
অর্থাৎ বিজেপি প্রার্থী সৌমেন রায় বহাল থাকলো তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। প্রার্থী বদল কোন অবস্থাতেই হবে না । অর্থাৎ বলা চলে যে কালিয়াগঞ্জ এর বিজেপি নেতৃত্ব কে শূন্য হাতে ফিরতে হলো আজ ।
এদিকে এই গুরুত্বপূর্ণ মিটিং করার পর কালিয়াগঞ্জে বিজেপি কর্মকর্তাদের মুখ ভার। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামীকাল কালিয়াগঞ্জে বিজেপি নেতৃত্ব তারা নিজেদের মধ্যে আলোচনা করে আগামী দিনে তারা কি করবে এ ব্যাপারে তারা ও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলছে।