কালিয়াগঞ্জ শহরের মা বয়রা মন্দিরের পাশে রাস্তার উপর বিশাল আকারের মৃত গাছ যেকোন সময় বিপদ ঘটাতে পারে,জনগনের আশঙ্কা
1 min readকালিয়াগঞ্জ শহরের মা বয়রা মন্দিরের পাশে রাস্তার উপর বিশাল আকারের মৃত গাছ যেকোন সময় বিপদ ঘটাতে পারে,জনগনের আশঙ্কা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮ মার্চ:কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মা বয়রা মন্দিরের পাশে দীর্ঘদিন ধরে প্রাণহীন একটি বিশাল গাছ বিপদের আশঙ্কা নিয়ে দাঁড়িয়ে থাকলেও প্রসাশন নির্বিক।মা বয়রা মন্দিরের পার্শ্বস্ত এলাকার বাসিন্দা বিদ্যুৎ বিকাশ ভদ্র ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন তিনি এই মৃত গাছটি অবিলম্বে কেটে নিয়ে যাবার জন্য বার বার বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করা হলেও সরকারি মহলের কোন দপ্তরের কোন রকম হেলদোল নেই।তিনি বলেন যে কোন মুহূর্তে এই মৃত গাছটি শহরের মধ্যস্তলে বড়সড় বিপত্তি ঘটলেও ঘটাতে পারে।
হটাৎ করে কোন বড়সড় দুর্ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব কে নেবেন বলে জানান। তিনি তাই প্রচার মাধ্যমের সহায়তায় সরকারি দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন করেন সময় থাকতে যেন এই গাছটি এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয়
এলাকার সাধারণ মানুষ ও অজস্র পথচারীদের শ্বার্থে। এলাকার বাসিন্দারা বলেন দুই একদিনের মধ্যে বনবিভাগের সরকারি অধিকারীকরা যদি এর কোন বিহীত না করে তাহলেন তারা পথ অবরোধের মত আন্দোলনে নামতে বাধ্য হবেন।