কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির ঘোষিত প্রার্থী সৌমেন রায়ই থাকবে, হবেনা কোন পরিবর্তন-বিশ্বজিৎ লাহিড়ী সভাপতি বিজেপি
1 min readকালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির ঘোষিত প্রার্থী সৌমেন রায়ই থাকবে, হবেনা কোন পরিবর্তন-বিশ্বজিৎ লাহিড়ী সভাপতি বিজেপি
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫মার্চ:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে বিজেপির ঘোষিত প্রার্থী সৌমেন রায়কে নিয়ে কয়েকদিন ধরেই চলছে বিজেপির নেতৃত্ব ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ।বুধবার ক্ষোভ বিক্ষোভের মাত্রা ছিল চরম উত্তেজনপূর্ন।উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি এক সাক্ষাৎকারে পরিষ্কার ভাবেই জানিয়ে দেন কোন
অবস্থাতেই কালিয়াগঞ্জের বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের নাম প্রত্যাহার করে নেওয়া হবেনা।কালিয়াগঞ্জের বিজেপি নেতৃত্ব ও সমর্থকদের প্রার্থী সৌমেন রায়কে নিয়েই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পরতে হবে।এই নিয়ে কোন রকম আপত্তি ধোপে টিকবেনা।বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন বিজেপির কালিয়াগঞ্জের বিভিন্ন মন্ডল সভাপতিদের উদ্দেশ্যে বলেন অবিলম্বে প্রার্থীকে নিয়ে প্রচারে না নামলে খুব শীঘ্রই কালিয়াগঞ্জের বিজেপির নেতৃত্বদের সাথে সাথে কর্মীদের উপর দলীয় অনুশাসনের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্বজিৎ লাহিড়ী জানান।বিশ্বজিৎ লাহিড়ী বলেন ব্যক্তির চেয়ে দল বড়।তাই দলের অনুগত সৈনিক হিসাবে আমাদের কাজ করতে হবে।ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোন স্থান নেই।মনে রাখতে হবে বিজেপির কালিয়াগঞ্জের দলের সৈনিকদের সৌমেন রায়কে জিতিয়ে আনতেই।হবে বলে তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন।যদিও বিজেপির সভাপতির এই হুঁশিয়ারির পরেও কালিয়াগঞ্জে বিজেপির প্রচারের কোন হেরফের ঘটেনি বৃহস্পতিবার পর্যন্ত।