ধনকোল থেকে দেওগাঁ হরিমন্দির সাত কিলোমিটার রাস্তা না হবার প্রতিবাদে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
1 min readধনকোল থেকে দেওগাঁ হরিমন্দির সাত কিলোমিটার রাস্তা না হবার প্রতিবাদে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল থেকে দেওগাঁ হরিমন্দির পর্যন্ত দীর্ঘদিন রাস্তা সংস্কার না হবার প্রতিবাদে এলাকার মানুষজন ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখালো এলাকার গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ধনকৈল থেকে দেওগাঁ দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে আছে। স্বাধীনতার পর এই রাস্তা সংস্কারের কেউ উদ্যোগ নেয় নি। এই রাস্তা দিয়ে লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যেতে হয়। বর্ষার সময় এই পথ দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করা দূরহ হয়ে পড়ে।
গর্ভবতি মহিলাদের এই পথে দিয়ে নিয়ে যাওয়া যায় না। প্রতিনিয়ত সমস্যা থাকা সত্বেও ভোট এলেই রাজনৈতিক দলের নেতারা রাস্তা নির্মানের প্রতিশ্রুতি দেয়। ভোট চলে যাবার রাস্তা নির্মান কথা রাজনৈতিক নেতারা ভুলে যান। তাই ভোটের আগেই এলাকার মানুষ রাস্তা নির্মানের দাবিতে সরব হয়েছেন। আজ কালিয়াগঞ্জ থানার ধনকৈল মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। No Road No Vote বিধানসভা ভোটের আগে রাস্তা নির্মান না করা হলে তারা ভোট বয়কটে পথে যাবার হুমকি দিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় কালিয়াগঞ্জ থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছানোর পর আন্দোলন প্ৰতত্যাহার করে নেওয়া হয় ।আন্দোলনকারীরা বলেন তারা বার বার এলাকার বিধায়ক তপন দেবসিংহকে রাস্তা সংস্কারের দাবি জানালেও তিনি কোন কর্ণপাত করেন নি বলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে জানান।