প্রার্থী বদলের দাবিতে হেস্টিংসে ফের বিক্ষোভ বিজেপি কর্মীদের
1 min readপ্রার্থী বদলের দাবিতে হেস্টিংসে ফের বিক্ষোভ বিজেপি কর্মীদের
তৃতীয় দফা এবং চতুর্থ দফা ভোটে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে একাংশ বিজেপি কর্মীদের বিক্ষোভ।প্রার্থী তালিকা ঘোষণার পর প্রায় প্রত্যেক দিনই হেস্টিংস এর সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। আজও হেস্টিংস এর সামনে প্রার্থী তালিকা বদলে দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ।
প্রার্থী তালিকা বদলে দাবিতে আজ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হেস্টিংস এর সামনে।ক্যানিং পশ্চিম, কুলপি, মগরাহাট,মন্দির বাজারের প্রার্থী তালিকা বদলে দাবিতে হেস্টিংস এর সামনে বিজেপি কর্মীরা আজ বিক্ষোভ প্রদর্শন করেন।বিজেপি কর্মীদের অভিযোগ প্রার্থী নির্বাচনে দুর্নীতি হয়েছে। অনেক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেই অর্থের বিনিময়ে প্রার্থীপদ দেওয়া হয়েছে বলে দাবি তোলেন তাঁরা। এছাড়া বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল থেকে বিজেপিতে এসেই টিকিট পেয়ে যাচ্ছেন আর যারা বছরের পর বছর বিজেপি করল তাঁদের টিকিট দেওয়া হল না । আজ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অসন্তোষ প্রকাশ করছেন বিজেপি কর্মীদের একাংশ।গতকালও হেস্টিংস এর সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভের মুখে পড়তে হয় মুকুল রায় এবং অর্জুন সিংকে। গতকাল অর্জুন সিং জানিয়েছিলেন যে সব জায়গায় প্রার্থী তালিকা নিয়ে সমস্যা দেখা দিয়েছে তা উচ্চ নেতৃত্বের কাছে জানানো হয়েছে। তবে হেস্টিংস এর সামনে পরপর বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখানোর ফলে নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বকে অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে।