দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে প্রার্থীপদ ঘোষণার তোয়াক্কা না করেই কালিয়াগঞ্জ এর তৃণমূলের বিধায়ক নিজেই দেওয়াল লিখন শুরু করে দিলেন
1 min readদলীয় শীর্ষ নেতৃত্বের তরফে প্রার্থীপদ ঘোষণার তোয়াক্কা না করেই কালিয়াগঞ্জ এর তৃণমূলের বিধায়ক নিজেই দেওয়াল লিখন শুরু করে দিলেন
তনময় চক্রবর্তী প্রার্থীপদ ঘোষণার আগেই তৃণমূলে স্বেচ্ছাচারিতা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে। দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে প্রার্থীপদ ঘোষণার তোয়াক্কা না করেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় একাধিক তৃণমূলের নেতারা তাদের নামে প্রচার ও দেওয়াল্ লিখন যেমন শুরু করে দিয়েছেন তেমনি তাঁরাই যে সেই এলাকার তৃণমূলের প্রার্থী হচ্ছেন সেটাও এখন থেকেই ফলাও করে বলতে শুরু করে দিয়েছেন। এর ফলে ভোটের আগে তৃণমূলে শৃঙ্খলাবোধ নতুন করে ফের প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গেলো বলে মনে করছেন রাজনৈতিক মহল।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রেও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। এখানেও বিভিন্ন জায়গায় নিজে হাতে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছে কালিয়াগঞ্জ এর বিধায়ক তৃণমূল নেতা তপন দেব সিংহ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সমস্ত নেতারা যদি তৃণমূল থেকে এরপরেও টিকিট না পান তাহলে তারা যে দলে ভয়ঙ্করভাবে বিদ্রোহী হয়ে উঠতে পারেন তার ইঙ্গিত দিচ্ছে এই সমস্ত ঘটনা। ফলে প্রার্থী নির্বাচন নিয়ে একুশের ভোটের আগে তৃণমূল ফের বিপাকে পড়তে পারে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিকে কালিয়াগঞ্জ এর বিভিন্ন জায়গায় কানাঘুষা শুনতে পারা যাচ্ছে আগেভাগে দেওয়াল লিখন করে কালিয়াগঞ্জ এর বিধায়ক তিনি কি আগাম বার্তা দিতে চাইছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্তের কাছে তিনি কালিয়াগঞ্জ এর তৃণমূলের প্রার্থী হচ্ছেন।অনেক জায়গায় আবার এটাও শোনা যাচ্ছে এবার নাকি কালিয়াগঞ্জ এর তৃণমূলের প্রার্থী বদল ও হলেও হতে পারে। সে ক্ষেত্রে কয়েকজন শিক্ষাবিদের নাম উঠে আসছে এই প্রার্থী তালিকা তে।তবে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনই প্রার্থী ঘোষনা করুক না কেন আগেভাগেই তপন দেব সিংহ কালিয়াগঞ্জ এ বিভিন্ন জায়গায় তিনি নিজে হাতে ইতিমধ্যে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছে ওভার কনফিডেন্স হয়ে। নিজেকেই সংশ্লিষ্ট এলাকা থেকে তৃণমূলের প্রার্থী বলে ঘোষণা করে দিয়ে। তাকে বিভিন্ন জায়গায় বলতেও শোনা গেছে দেড় বছরের বিধায়ক আমি। জয় আমার হবেই। এদিকে বিধায়ক যতই ওভার কনফিডেন্স হয়ে দেওয়াল লিখন এর কাজ শুরু করেন দিক না কেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর এর টিম কিন্তু এখনো গোপনে গোপনে কালিয়াগঞ্জ এর বহু বিশিষ্ট ব্যক্তিদের কাছে কালিয়াগঞ্জ এর তৃণমূলের প্রার্থী করার জন্য তাদের মতামত জানতে চান এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা নাম জানতে চান।এক্ষেত্রে কয়েকজন শিক্ষাবিদ এবং তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নের কয়েকজন তৃণমূলের নেতার নাম উঠে আসছে। যেটা সম্পূর্ণভাবে গোপন ভাবে করা হচ্ছে। এ থেকেই স্বভাবত প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল হতে যাচ্ছে ? তবে এ ব্যাপারে আগামী দিনে শেষ কথা বলবে।তবে এক্ষেত্রে যদি তপন দেব সিংহ প্রার্থী না হতে পারেন তাহলে যে দলে অসন্তোষ মাথাচাড়া দেবে তা বলাই যায়। রাজ্যে একুশের নির্বাচনের প্রার্থীপদ ঘোষনার আগেই দিকে দিকে যেভাবে তৃণমূলের নেতারা স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়ে নিজেরাই নিজেদের প্রার্থী হিসাবে জনসাধারনের সামনে তুলে ধরতে আরম্ভ করেছেন তাতে ভোটের আগে ফের ঘাসফুল শিবিরে বড়োসড়ো ধাক্কার সম্ভাবনা প্রকট হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।