দীপক পাল স্মৃতি নাট্য উৎসবের সূচনা২৮শে ফেব্রুয়ারী নজমু নাট্য নিকেতনে
1 min readদীপক পাল স্মৃতি নাট্য উৎসবের সূচনা২৮শে ফেব্রুয়ারী নজমু নাট্য নিকেতনে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,ফেব্রুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থার ব্যবস্থাপনায় সদ্য প্রয়াত নাট্য ব্যক্তিত্ব প্রয়াত দীপক পালের স্মরণে
আগামী ২৮শে ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ অনুষ্ঠিত হতে চলেছে”দীপক পাল স্মৃতি নাট্য উৎসব”।জানা যায় প্রথম দিনের নাটক অনুষ্ঠিত হবে নাটক “টুসুমনি।দ্বিতীয় দিনের নাটক অনুষ্ঠিত হবে মালদা মালঞ্চ নাট্য সংস্থার নাটক “এবং বিদ্যাসাগর”।