জেলার তীব্র রক্ত সঙ্কট মেটাতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি রক্তদানের মত মহৎ কাজে হাত বারিয়ে দিল-
1 min readজেলার তীব্র রক্ত সঙ্কট মেটাতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি রক্তদানের মত মহৎ কাজে হাত বারিয়ে দিল-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–রক্ত দানের আর এক নাম জীবন দান।সেই জীবন দানের সংকল্প নিয়ে সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সবাইকে নিয়ে এগিয়ে এসে উত্তর দিনাজপুর জেলার রক্ত সঙ্কটের সমাধানের ব্যবস্থা নিলেন।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সোমবারের রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।তিনি বলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি যে ভাবে
আনলক(১)এর মাঝে করোনা ভাইরাসের মত মহামারীকে উপেক্ষা করে শত গুরুত্বপূর্ন কাজের মধ্যেও রক্ত দান শিবিরের মত গুরুত্বপূর্ন শিবিরের আয়োজন করলেন তা
প্রশংসার দাবি রাখে।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন পঞ্চায়েত সমিতি সব রকম কাজকেই সম গুরুত্ব দিয়ে থাকে।তাই জেলার তীব্র রক্ত সঙ্কটের সময় আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারিনা।দুস্থ মানুষের পাশে দাঁড়ানই আমাদের প্রথম ও প্রধান কর্তব্য।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা, কালিয়াগঞ্জের পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,
জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই,কালিয়াগঞ্জ ব্লকের বি এল আর ও বিদ্যুৎ মাঝি,ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস,
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুয়ের ডাঃ প্রকাশ রায়,কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বি এম ও এইচ সন্দীপ বাগ,তৃণমূল নেতা নেতা হিরন্ময় সরকার(বাপ্পা),তৃণমূল নেতা কমল ঘোষ,কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য সহ অনেকেই।রক্তদান শিবিরে মোট ৫০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায়।