ভাইরাস মুক্ত কালিয়াগঞ্জ করে তুলতে মা বয়রা কালীর কাছে গিয়ে বাবা ভোলেনাথের পুজো দিলেন প্রশাসক কার্তিক চন্দ্র পাল।
1 min readভাইরাস মুক্ত কালিয়াগঞ্জ করে তুলতে মা বয়রা কালীর কাছে গিয়ে বাবা ভোলেনাথের পুজো দিলেন প্রশাসক কার্তিক চন্দ্র পাল।
তন্ময় চক্রবর্তী করোনা মুক্ত কালিয়াগঞ্জ করে তুলতে এবার মা বয়রা কালী বাড়িতে গিয়ে বাবা ভোলেনাথের শরণাপন্ন হলেন কালিয়াগঞ্জ পৌরসভার প্রসাশক কার্তিক চন্দ্র পাল। অদৃশ্য এই মারণ ভাইরাসের দরুন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মা বয়রা কালী দর্শন। আনলক ওয়ান হতেই মন্দির মসজিদ গির্জা র প্রবেশ দ্বার খুলে দেওয়ার নির্দেশ দেয় সরকার।
আর তখন থেকেই প্রস্তুতি করে ফেলে মা বয়রা কালী মন্দির কর্তৃপক্ষ যে আজ থেকেই খোলা হবে মা বয়রা কালী দর্শন করার জন্য মন্দিরের মূল প্রবেশদ্বার। আজ বিকেল চারটায় এই প্রবেশদ্বার খোলার সঙ্গে সঙ্গে স্বয়ং কালিয়াগঞ্জ পৌরসভা র প্রসাশক মিষ্টি হাতে নিয়ে বাবা ভোলেনাথের কাছে
শরণাপন্ন হলেন কালিয়াগঞ্জ বাঁশির মঙ্গলের জন্য। শুধু তা-ই নয় সেখানে গিয়ে তিনি পূজাও দিলেন ভক্তিভরে। এদিকে উত্তরবঙ্গের অন্যতম কালীমন্দির হিসেবে খ্যাত মা বয়রা কালীর মন্দির দীর্ঘদিন
বন্ধ থাকার ফলে সাধারণ মানুষের মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আজ থেকে এই মন্দিরে আবার আগের মতন করে আচার-রীতি মেনে খোলা হবে জনসাধারণের উদ্দেশ্যে। এই খবর চাউর হতে সাধারণ মানুষের মধ্যে আনন্দ দেখা দেয়। আজ মন্দির প্রাঙ্গণে বাবা ভোলেনাথের পূজা হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে।