October 25, 2024

অধীর গড়ে কংগ্রেস কে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

1 min read

অধীর গড়ে কংগ্রেস কে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লক অফিসে কংগ্রেসকে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জেলা জুড়ে প্রতিটি ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। কর্মসূচি মোতাবেক আজ দুপুরে বড়ঞা ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে স্মারকলিপি জমা দিতে যান বড়ঞা বিধানসভার বিধায়িকা প্রতিমা রজক ও বড়ঞা ব্লকের নেতৃত্বরা।কংগ্রেস বিধায়িকা প্রতিমা রজক অভিযোগ করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কেস্মারকলিপি জমা দেওয়ার জন্য ব্লকে যাওয়া হলে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রথমে স্মারকলিপি জমা নিতে অস্বীকার করেন পরে আমাদের তিন জন কে ডেকে স্মারকলিপি গ্রহন করার কথা জানান। স্মারকলিপি জমা দেওয়ার জন্য ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের ঘরে ঢোকা মাত্রই অতর্কিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেবের অনুমতি ছাড়াই ঘড়ে ঢুকে পরেন বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বড়ঞা ব্লকের যুব তৃণমূলের সভাপতি মাহে আলম।মাহে আলম আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ব্লকে থাকা কংগ্রেসের নেতা কর্মীদের মারধর করতে শুরু করে ব্লকের মধ্যেই প্রচুর পরিমাণে পুলিশ থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন এবং পুলিশের সামনেই মারধর করেছে মাহে আলম ও তার দলবল বলে অভিযোগ। কংগ্রেসর পক্ষ থেকে বড়ঞা থানায় তৃণমূল নেতা মাহে আলম ও তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়িকা প্রতিমা রজক।যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন বড়ঞা ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ তথা বড়ঞা ব্লকের যুব তৃণমূল সভাপতি মাহে আলম। তিনি বলেন কোন রকম মারধরের ঘটনা ঘটেনি কংগ্রেস আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। উনি মানুষের পাশে না থেকে মানুষের উন্নয়ন না করে যেহেতু আমরা মানুষের পাশে থাকি তাই আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন যাতে আমরা মানুষের কাজ করতে না পারি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *