ইসলামপুর শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ
1 min readইসলামপুর শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর--শনিবার ইসলামপুর শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে ইসলামপুর পৌর সভার সর্বত্র জল নিকাশি ব্যবস্থ্যা না থাকার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয়।
এই প্রতিকি অবোরধে উপস্থিত ছিলেন ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য উত্তর দিনাজপুর জেলার বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন সহ বিভিন্ন বিজেপির নেতা কর্মী গান। সুরজিৎ সেন জানান ৩৫ বছরের পুরনো পৌরসভা হলেও আজ পর্যন্ত জল নিকাশি কোন ব্যবস্থ্যা নেই।
ইসলামপুর পৌরসভার আজ বর্ষার প্রথম বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় পরিণত হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে আছে। তাদের দাবি অবিলম্বে বিভিন্ন ড্রেন পরিষ্কার করতে হবে বলে তারা বিগত দিনে বৃহত্তর আন্দোলন করবেন। সন্দীপ ভটচাজ বলেন মানুষ এই জল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষুব্দ। জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। বিজেপি বাধ্য হয়ে পথে নেমেছে সাধারণ মানুষের জন্য।