খুব শীগ্রই রাজ্যে হতে চলছে সবুজায়ন উৎসব জানালেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
1 min readখুব শীগ্রই রাজ্যে হতে চলছে সবুজায়ন উৎসব জানালেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
তনময় চক্রবর্তী। খুব শীগ্রই বর্ষার মৌসুম কে কাজে লাগিয়ে সবুজায়ন বৃদ্ধি করবে রাজ্যজুড়ে রাজ্যের বনদপ্তর। আর তারই লক্ষ্যে জেলায় জেলায় শুরু হতে চলছে সবুজায়ন উৎসব। আজ উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় প্রশাসনিক একটি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে একথা জানালেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন সবুজায়ন বাড়ানোর জন্য বিগত দিনে বনদপ্তর চেষ্টা করেছিল বলেই সারা ভারতবর্ষের মধ্যে সবুজ বৃদ্ধি পেয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি তার নাম পশ্চিমবঙ্গ।
কিন্তু হঠাৎ আম্ফান ঝরে এরাজ্যে সবুজ অনেকটা ধ্বংস হয়ে গিয়েছে।তাই নতুন করে পরিকল্পনা নিয়ে আগামী দিনে সবুজায়ন যাতে আবারও মাথাচাড়া দিয়ে উঠে সেই লক্ষ্যে কাজ করবে রাজ্য সরকার। আর তার জন্য আগামী ৩০ শে মে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে রূপরেখা তৈরি হবে। তিনি বলেন আগামীদিনে শহর এবং গ্রামকে একত্রিত করে সবুজায়ন বাড়ানোই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। লক্ষ্যমাত্রা স্থির হয়েছে এই বর্ষার মৌসুমে প্রায় চার কোটি গাছ রাজ্যের বিভিন্ন জায়গায় স্থাপন করা হবে। এর জন্য সমাজের প্রতিটি স্তরে নাগরিকদের সচেতন করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অফিস এবং বিভিন্ন এনজিও কে যুক্ত করে এই কাজ করা হবে।