রেশনে দুর্নীতি বন্ধ ও বিদ্যুতের বিল তিন মাস মুকুবের দাবিতে বিজেপির প্রতিকী অনশন কালিয়াগঞ্জে
1 min readরেশনে দুর্নীতি বন্ধ ও বিদ্যুতের বিল তিন মাস মুকুবের দাবিতে বিজেপির প্রতিকী অনশন কালিয়াগঞ্জে
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় ও কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরে বিজেপির পক্ষ থেকে রেশনে দুর্নীতি ও তিন মাসের বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে খালি থালা ও লন্ঠন নিয়ে বিজেপির কালিয়াগঞ্জ ব্লকের নেতৃত্ব ও সমর্থকেরা প্রতিকী অনশন পালন করে।
বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহ বলেন করোনা ভাইরাসের ত্রাসে মানুষ যখন দিশেহারা সেই সময় কেন্দ্রীয় সরকারের ত্রানের চাল নিয়ে কতিপয় তৃণমূল সমর্থকেরা দুর্নীতি করে যাচ্ছে।ত্রাণের চাল
থেকে গরিব লোকদের বঞ্চিত করা হচ্ছে।রেশন কার্ড থেকেও অনেকে চাল থেকে বঞ্চিত হচ্ছে।অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়ে কসলিয়াগঞ্জ বিডিও র কাছে স্মারক লিপি দেন।বিজেপি নেতা জগন্নাথ ভট্টাচার্য বলেন লক ডাউনের জেরে যখন কর্মহীন হয়ে ঘর বন্দি গত একমাসের উপর।তখন কি করে দুস্থ্য ব্যক্তিরা বিদ্যুতের বিল জমা দেবে? অবিলম্বে তিন মাসের বিদ্যুতের বিল সরকারকে মুকুব করতে হবে।কোনভাবেই দুস্থ্য ব্যক্তিদের ঘরের বিদ্যুতের কানেকশন কাটা চলবেনা বলে হুঁশিয়ারি দেন।কালিয়াগঞ্জ শহরের দুই স্থানেই অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎপল মজুমদার,তন্ময় সরকার,বিমল বর্মন সহ প্রমুখ ব্যক্তিগণ।