রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জ জেলা হাসপাতালে রক্তদান শিবির
1 min readরায়গঞ্জ সিস্টার নিবেদিতা সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জ জেলা হাসপাতালে রক্তদান শিবির
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–শুক্রবার রায়গঞ্জ জেলা হাসপাতালে সিস্টার নিবেদিতা সংস্থার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।করোনা নামক অভিশাপ বিশ্বকে করেছে মৃত্যু নগরীতে পরিনত।লক্ষ লক্ষ মানুষ হয়েছে করোনায় আক্রান্ত হয়ে শহীদ।
এই সময় উত্তর দিনাজপুর জেলায় চরম রক্ত সঙ্কটের মুহূর্তে আমরা জেলায় রক্ত সঙ্কট মেটাতে এই রক্ত দান শিবিরের আয়োজন করেছি বলে জানালেন সংস্থার সম্পাদক শুভ্র বিশ্বাস জানালেন।সংস্থার সভাপতি অরুনজ্যোতি গোস্বামী এবং সংস্থার সহ-সম্পাদক বিশ্বাদীপ চক্রবর্তী বলেন কোভিদ১৯ শের মোকাবিলায় তারা রায়গঞ্জের দক্ষিণ ছত্র পুর গ্রামের বেশ কিছু।গর্ভবতী মায়েদের হাতে প্ৰটিন যুক্ত খাদ্য তুলে দেওয়া হয়।
সহ–সম্পাদক বিশ্বাদীপ চক্রবর্তী বলেন তাদের এই জনসেবা মূলক কর্মসূচি বেশ কিছুদি ধরেই চলতে থাকবে।রক্তদান শিবিরে মোট ১৫-২০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়।