রায়গঞ্জ শহরের রাস্তায় শোলে কা’ গাব্বার সিং
1 min readরায়গঞ্জ শহরের রাস্তায় শোলে কা’ গাব্বার সিং
বিশ্বজুড়ে করো না সংক্রমণ এর আতঙ্কে দিশেহারা সবাই। লকডাউন চলছে সারাদেশব্যাপী।ঘর থেকে না বেরোনোর আবেদন বারবার করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে তবুও কিছু মানুষ প্রশাসনের কথাকে গুরুত্ব না দিয়েই রাস্তাঘাটে বেরোচ্ছে যত্রতত্র এবার সেই সব মানুষদের শায়েস্তা করতে রায়গঞ্জে নামলেন গব্বর সিং।
গব্বর সিং কে দেখা গেল রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে পথনাটিকার মাধ্যমে সচেতন করতে যা দেখল অনেক মানুষই ।
রায়গঞ্জের ত্রিবিনির নাট্য সংস্থার উদ্যোগে এই অভিনব পথনাটিকা যে সমাজ সচেতন ও তার পক্ষে অনেকটাই সহায়ক হবে সেটা বললেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার।