করণদিঘী থানা বিলাসপুর এ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি লরি মুখোমুখি সংঘর্ষ
1 min readকরণদিঘী থানা বিলাসপুর এ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি লরি মুখোমুখি সংঘর্ষ
প্রদীপ সিনহা উওর দিনাজপুর জেলার করণদিঘী থানা বিলাসপুর এ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি লরি মুখোমুখি সংঘর্ষ হলে বিজয় সিংহ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়।
গুরুত্বর আহত হয় একজন। প্রতক্ষদশীরা বলেন ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ কাজ চলছিল।সেই সময় রায়গঞ্জ এর বারোদুয়ারি থেকে রাস্তার তৈরি পাথর বোঝাই করে আসছিল একটি ট্রাক ।সেই সময় ডালখোলা থেকে রায়গঞ্জ দিকে একটি লরি দ্রুত
গতিতে আসলে প্রেট্রোল পাম্প সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু ডাম্পার চালক, লরি চালক কে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায় । করণদিঘী থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায় দুটো লরি কে রাস্তা থেকে সরিয়ে রাস্তা ফাঁকা করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।