কালিয়াগঞ্জ জি এস এফ পি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দেওয়া হল বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য-
1 min readকালিয়াগঞ্জ জি এস এফ পি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দেওয়া হল বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য-
তন্ময় চক্রবর্তী–উত্তর দিনাজপুর–করোনা ভাইরাসের লকডাউনের জেরে যখন সর্বস্তরের মানুষ জেরবার তখন তার থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ও রেহাই নেই।
সমাজের সব কাজ স্তব্ধ হয়ে গিয়ে শুধুই জীবন বাঁচাতে সমাজের কাজে যে যেমন পারছেন এই চরম মুহূর্তে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার তাই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কালিয়াগঞ্জ জি এস এফ পি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অবিভাবকদের হাতে তুল দেওয়া হল চাল
এবং আলু।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের তরফ থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে মাক্স,খাতা এবং সাবান দেওয়া হল বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাতে জানালেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলাঞ্জন রায়।জানা যায় প্রত্যেককেই তিন কেজি করে চাল ও তিন কেজি করে আলু দেওয়া হয়েছে।
এদিন প্রধান শিক্ষক নীলাঞ্জনা রায় ছাড়া উপস্থিত ছিলেন প্রীতি দাস শিপ্রা বারোই, সোমা ভট্টাচার্য, সাগরিকা কুন্ডু, অদিতি মিত্র, রানী দাস, রিয়া ভদ্র, মনোজ আগরওয়াল, অনিমা কানু ।