বালুরঘাটের সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন করোনায় দুস্থদের পাশে
1 min readবালুরঘাটের সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন করোনায় দুস্থদের পাশে
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন শুধু খেলা ধুলার মধ্যেই সীমাবদ্ধসীমাবদ্ধ না থেকে সমাজের দুস্থ্যদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে।
তাই করোনা ভাইরাসের লকডাউনের অধীনে থাকা দুস্থ মানুষদের এই বিপদের সময় তাদের পাশে গিয়ে দাঁড়ালো বলে জানা যায়।বালুরঘাট সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের সম্পাদক গৌতম গোস্বামী বলেন তারা গতকাল এবং আজ বৃহস্পতিবার দুইদিন মিলে মোট চারশো পঞ্চাশ জনের মত দুস্থ্য ব্যক্তিদের হাতে চাল,ডাল, আলু,তেল,আটা এই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সমাজের বিশিষ্ট ব্যক্তিগনের মাধ্যমে।
প্রতিদিন এই ত্রাণ তুলে দেবার সময় মুখে মাক্স পড়ার সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ দেয়া এবং নেয়া হয়।এই ত্রাণ দেবার কাজ আরো দুই একদিন চলবে বলে।সম্পাদক গৌতম গোস্বামী বলেন সৌরভ দা আমাদের এই ফাউন্ডেশনে দুস্থদের মধ্যে কিছু ত্রাণ দেবার কথা জানালেও আমরা তা নেইনি।সৌরভ দাকে বলেছি
আপনি আমাদের শুধু আশিবাদ করুন তাহলেই হবে।গৌতম বাবু বলেন যাদেরকে এই দুঃসময়ে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে তাদের মধ্যে বেশ কিছু খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও আছে বলে জানাযায়।গৌতমবাবু বলেন দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী দেবার জন্য যারা আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন প্র্নবানন্দ মর্ডান রাইস মিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ,সাহা সল ভেক্স এবং সেরেনা হোটেল কর্তৃপক্ষ। বালুরঘাট সৌরভ ফাউন্ডেশনের এর সম্পাদক গৌতম গোস্বামী সহ ফাউন্ডেশনের সকল সদস্যদের দুস্থদের পাশে এই দুঃসময়ে দাঁড়ানোর জন্য সৌরভ গাঙ্গুলী আজ অভিনন্দন জানিয়েছেন বলে সম্পাদক গৌতম গোস্বামী জানান।