কালিয়াগঞ্জ ব্লক করোনার ব্যাপারে ভালো জায়গায় থাকলেও ব্লকের মানুষদের নিজেদের স্বার্থেই সরকারি নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলার আহবান বিধায়কের
1 min readকালিয়াগঞ্জ ব্লক করোনার ব্যাপারে ভালো জায়গায় থাকলেও ব্লকের মানুষদের নিজেদের স্বার্থেই সরকারি নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলার আহবান বিধায়কের
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–কালিয়াগঞ্জ ব্লকের সর্বস্তরের মানুষদের কাছে করোনা থেকে দূরে থাকতে হলে নিজেদের স্বার্থেই সরকারি নিয়ম মেনে চলার আহবান জানান কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।রবিবার বিধায়ক তপন দেবসিংহ এক সাক্ষাৎকারে বলেন অসুখ হলে আমরা ওষুধ খেলেই সেই অসুখকে সারিয়ে তুলতে পারি।
কিন্তূ করোনা এমন একটি ভাইরাস ঘটিত নুতন অসুখ যার আজ পর্যন্ত কোন ওষুধ বের হয়নি।এর একমাত্র ওষুধ আমাদের সরকারের নিয়মাবলী মেনে ঘরে থাকতে হবে নিজেদের স্বার্থেই।তপন বাবু বলেন কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন,কালিয়াগঞ্জ পৌরসভা,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি থেকে বার বার প্রচার করা হচ্ছে ঘরে থাকুন,বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে নয়।বাইরে বের হলেই মাক্স বাধ্যতামূলক বার বার বলা হচ্ছে।কিন্তূ কিছু মানুষ কোন প্রচারের তোয়াক্কা না করেই কোন কিছু না মেনেই যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে।এসব কোন ভাবেই মানা যাবেনা।পুলিশ প্রশাসনকে তিনি বলেছেন এই সমস্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সাধারণ মানুষদের স্বার্থেই। তিনি বলেন কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন,পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার থেকে মাছ বাজার এবং সব্জি বাজারকে আলাদা বাজার করে দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণেই।আমরা সবসময় সজাগ দৃষ্টি রেখে চলেছি।আমরা চাই করোনার প্রকোপে কেও না পরে সবাই সুস্থ ভাবে জীবন যাপন করুন।কিন্তূ কয়েকটা দিন সবার সুস্থতার কারণেই একটু ঘর বন্দি হয়ে থাকুন।তাতে নিজের পরিবারের যেমন ভালো হবে তেমনি প্রতিবেশীরাও ভালো থাকতে পারবেন বলে বিধায়ক তপন দেবসিংহ জানান।