নববর্ষ।তাই খাবারের সাথেই নতুন বস্ত্রে অসহায় মানুষদের জন্য পৌরসভার ভাবনা
1 min readনববর্ষ।তাই খাবারের সাথেই নতুন বস্ত্রে অসহায় মানুষদের জন্য পৌরসভার ভাবনা
তুহিন শুভ্র মন্ডল করোনা ভাইরাস বাঙালির নববর্ষের আনন্দকে কেড়ে নিয়েছে।কিন্ত মানবতাকে এখনও কেড়ে নিতে পারেনি।তাই আজ বাঙলা নতুন বছরে বালুরঘাট পৌরসভার মানবিক ভাবনার সাক্ষী থাকলো শহরবাসী।
সবমিলিয়ে প্রায় পঞ্চাশ জন অসহায়, বরিষ্ঠ, ভবঘুরেদের জন্য দুপুরের খাবারের সাথে সাথে নতুন বস্ত্র দান করলো বালুরঘাট পৌরসভা।শাড়ি, পাজামা- পাঞ্জাবী, লুঙ্গি, চুড়িদার, ফ্রক তুলে দেওয়া হল তাদের হাতে।আজ উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার
প্রশাসক তথা সদর মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখার্জি।তিনিই অসহায়, ভবঘুরেদের হাতে তুলে দেন বালুরঘাটের বাসস্ট্যান্ড সংলগ্ন সুবর্ণা ভবনে।সঙ্গে ছিলেন বালুরঘাট পৌরসভার এক্কিউটিভ অফিসার অতনু মন্ডল।দুপুরে গলম ভাত,ফুলকপির রসা আর মুরগির মাংস খেয়েবেজায় খুশি মানিক, মদন, বেঙা, আশারাণী,স্মৃতি সাহারা।
যারা সুবর্ণাতে আসতে পারেননি অন্যান্য দিনের মতোই শহরের বিভিন্ন জায়গা ঘুরে তাদের হাতে খাবার ও নতুন বস্ত্র পৌছে দিতে পেরে দারুন খুশি নেপাল,মিষ্টু বুম্বা,দেবাঞ্জন, সঞ্জয়,সনাতন,কিঙ্কর, ওঙ্কাররা।বালুরঘাট পৌরসভার প্রশাসক তথা সদর মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখার্জি জানান ‘আজ নববর্ষ উপলক্ষেই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে খাবারের সাথে বস্ত্র দানের আয়োজন করা হয়েছিল।দুপুর ও রাতের যে খাবার দেওয়া হচ্ছিল সেটাও নিয়মিত ভাবে চলবে।প্রয়োজন অনুযায়ী খাবারের সংখ্যা আরও বাড়বে।’