October 24, 2024

কালিয়াগঞ্জে লকডাউনে কঠোর হল পুলিশ প্রশাসন,গ্রেপ্তার–৩৫

1 min read

কালিয়াগঞ্জে লকডাউনে কঠোর হল পুলিশ প্রশাসন,গ্রেপ্তার–৩৫

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–করোনা ভাইরাস মোকাবিলায় লগডাউন কঠোর ভাবে মেনে চলার সাথে সাথে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার কারনে অবশেষে কঠিন রাস্তায় যেতে হল কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনকে। জানা যায় এ পর্যন্ত লকডাউন না মানা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার কারনে কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন ৩৫ জনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই জানান।তিনি বলেন আমরা চাইনা এই কঠিন সময়ে কারো বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নিতে। কিন্তূ নিয়মের বাইরে গেলে আইনত ব্যবস্থা নিতেই হবে।

তিনি বলেন কি রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার বার বার জনসাধারনের কাছে আবেদন করে বলছেন কোনভাবেই লগডাউন চলাকালীনঘরের বাইরে কেউ বের হবেন না।সামাজিক দূরত্ব বজায় রাখুন।করোনার একটিই মাত্র ওষুধ শুধু ঘরে থাকা।কিন্তু অনেকেই ইচ্ছা করে নিজের সর্বনাশ করার সাথে সাথে সমাজের সর্বনাশ

ডেকে আনার সুযোগ করে দেবে যদি না লকডাউন মেনে চলি।লকডাউনকে সম্পূর্ণভাবে মেনে চলার জন্য কালিয়াগঞ্জ থানার পুলিশ সর্বত্র কঠিন পরিশ্রম করে চলছে।সারাদিন রৌদ্রের মধ্যে কালিয়াগঞ্জ থানার সমস্ত পুলিশ আধিকারিকদের সাথে সিভিক পুলিশ ভাইয়েরা যে পরিশ্রম করে চলছে তা অভিনন্দন যোগ্য।

কালিয়াগঞ্জ থানার পুলিশ শহরের ১৭টি ওয়ার্ডে সকাল,দুপুর রাত্রিতে বার বার টহল দিয়ে বেড়াচ্ছে। কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বলেন কঠোর ভাবে এটি মেনে না চললে যে কোন সময় বিপদ ঘটতে পারে।তাই কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে

 

কালিয়াগঞ্জ শহর ও ব্লকের সমস্ত বাসিন্দাদের কাছে আবেদন করে বলেন আপনারা এমন কোন কাজ করবেন না যাতে পুলিশ প্রশাসনকে আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়।এছাড়াও তিনি বলেন কেও করোনা নিয়ে গুজবে কান দেবেন না,

কেও গুজব ছড়াবেন না।গুজব ছড়ানোর কারনে কোন ভাবে ধরা পড়লে তার দৃষ্টান্ত মূলক শাস্তি অবশ্যই হবে।আমরা তদন্ত করছি কারা গুজব ছড়াচ্ছে।তিনি বলেন এই কঠিন সময়ে সরকারকে এবং পুলিশ প্রশাসনকে আপনারা সাহায্য করুন।সাধারণ মানুষদের শ্বার্থে পুলিশ প্রশাসনকে কাজ করতে দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *