করোনা ভেবো না
1 min readকরোনা ভেবো না
————————– গোবিন্দ তালুকদার–বুনিয়াদপুর,দক্ষিন দিনাজপুর।
এসে গেছে করোনা
ঘর থেকে যেও না
বসেশুয়ে দিনরাত
করোনাকে কুপোকাত।
লকডাউন হলো
কিছু লোকের বয়েই গেলো!
আড্ডা পিকনিক করো মেজাজে!
পুলিশের ডাং এ ঘরের মাঝে।
চারদিক থমথমে
পরিবেশ গমগমে
নোটবন্দির পরে গৃহবন্দি
বাহিরে যাওয়ার ফন্দি!
কি থেকে কী যে হয়!
মনের মাঝে মৃত্যুভয়
কলকাতার মড়া নিয়ে
কী যে কান্ড শবদাহ নিয়ে!
বাড়ি ছেড়ে যেও না
পেতে মুক্তি করুণা
গুজবে কান দিও না
ফটেফ্রেমে দেয়ালে ঝুলো না।
অন্ধকার থেকে আসবে আলো
প্রশাসনের ব্যবস্থা ভালো
সবকিছু মেনেই চলো
নইলে পরিবার দেখবে কালো।
তিনটি পথ আছে খোলা
হাসপাতালে বিছানা
নইলে হবে জেলের ঘানিটানা
ব্যাপারটা গুরুতর ভুলো না।
ভগবান আছেন ঘুমের ঘোরে
মানুষ মরছে নিশিদিন বেঘোরে
পুজোপাঠ বন্ধ এখন
ডাক্তারদের নিশিজাগরন।
কলিকাল দেখবো কতো
করোনার ভয়ে জাগ্রত
অবহেলা করো না
নিয়ম ছেড়ো না।