December 23, 2024

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এগিয়ে এলো রায়গঞ্জ পুরসভা।

1 min read

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এগিয়ে এলো রায়গঞ্জ পুরসভা।

এগিয়ে এলো রায়গঞ্জ পুরসভা।  করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে পথচলতি মানুষদের সাহায্যের জন্য ।রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে      এদিন রায়গঞ্জ শহরের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মোট ১১ টি

জায়গায় রাস্তার পাশে পথচারীদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই ১১ টি পয়েন্টে পুরসভার একটি করে জলের গাড়ি ও সাবান রাখা হয়েছে,যাতে পথচলতি মানুষ যাতায়াতের পথে হাত ধুয়ে পরিস্কার করে নিতে পারে।প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ব্যবস্থা রাখা হবে।” রায়গঞ্জের পুরপতি সন্দীপ বিস্বাস জানিয়েছেন, ” করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই

পুরসভার পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিলি করা হয়েছে শহরে। এদিন পথচারীদের হাত ধোয়ার জন্য রাস্তার পাশে জলের গাড়ি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পয়েন্টে পুরসভার একজন করে কর্মী নিয়োগ করা হয়েছে।

 পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *