করণদিঘি তে নতুন ব্যাংকিং পরিষেবার উদ্বোধন হলো আজ
1 min readকরণদিঘি তে নতুন ব্যাংকিং পরিষেবার উদ্বোধন হলো আজ
আজ উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লক এর কামারতোর এ নতুন এ কে ডি এস পারিবারিক নতুন একটি ব্যাঙ্কিং পরিষেবার উদ্বোধন হল । মূলত এই ব্যাঙ্ক থেকে পরিষেবা গুলো পাওয়া যাবে সেগুলো হলো সেভিং পাসবুক, মাসিক জমা, টাকা রেকারিং বই
এছাড়াও হোম লোন, গোল্ড লোন, কৃষি লোন সহ মহিলা দলের স্বনির্ভর করতে তুলতে লোন দেওয়া ,শাখা ম্যানেজার আবদুল রসিদ বলেন এলাকার উন্নয়ন সহ সাধারণ মানুষের কথা ভেবে আমারা সবদা তাদের কাজ করবো। এলাকার সাধারণ মানুষ বলেন এই ব্যাঙ্ক যদি সঠিক পরিষেবা আমাদের দেয় তাহলে গ্রামের দিনমজুর কৃষক দের সবচেয়ে বেশি উপকার হবে ।আমরা এতে সকলেই খুশি।