করোনা মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলায় কোয়ারান্টাইন কেন্দ্র
1 min readকরোনা মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলায় কোয়ারান্টাইন কেন্দ্র
অনুপ জয়সওয়াল করোনা সন্দেহে কোনো রোগী নজরে না আসলেও রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে উত্তর দিনাজপুর জেলায় ৩০ শয্যার ৪ টি কোয়ারান্টাইন কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে ৪টি ব্লকে জেলা স্বাস্থ্য দপ্তর পক্ষ্য থেকে৷ স্বাস্থ্য দপ্তর সুত্রে জানাগেছে এই কেন্দ্রগুলি পরিস্কার পরিচ্ছন্ন করে বেড বিছিয়ে তৈরী করা হচ্ছে জোর কদমে। এই কেন্দ্রগুলির বেশীর ভাগটাই ঘন জনবসতি
পুর্ন এলাকার বাইরে পাশাপাশি সব কেন্দ্রগুলিতেই পরিষ্কার করে বেড পেতে চিকিৎসক সহ চিকিৎসা সামগ্রী মজুত করলেই কোয়ারান্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করার উপযুক্ত কেন্দ্র হিসাবে গড়ে তোলা যাবে।
এই কেন্দ্রগুলি হলো- কালিয়াগঞ্জ কৃষক বাজার,কালিয়াগঞ্জের বিন্দোল হাই মাদ্রাসা,ডালখোলা স্বাস্থ্য ভবন, ইসলামপুর ট্রাক টার্মিনাসে।ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ওইসব চিহ্নিত করা স্থানে কাজ শুরু হয়ে গিয়েছে
৷ এদিন কালিয়াগঞ্জ কৃষক বাজারে গিয়ে নজরে আসলো কাজ চলছে জোর কদমে। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে এক দিনের মধ্যেই কোয়ারান্টাইন সেন্টার গুলি তৈরি হয়ে যাবে।