করোনা ভাইরাস মোকাবেলায় বন্ধ করে দেওয়া হচ্ছে ধনকৈল হাট , নজমু নাট্য নিকেতন ও কালিয়াগঞ্জে সিনেমা হল।
1 min readকরোনা ভাইরাস মোকাবেলায় বন্ধ করে দেওয়া হচ্ছে ধনকৈল হাট , নজমু নাট্য নিকেতন ও কালিয়াগঞ্জে সিনেমা হল।
তনময় চক্রবর্তী কালিয়াগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে যে সমস্ত কাজ গুলো হচ্ছে সেগুলো কাজকর্ম স্বাভাবিক ভাবে চলার পাশাপাশি করোনা ভাইরাসের মোকাবেলায় বেশকিছু সচেতনতামূলক ও সতর্কতা অবলম্বন করা হয়েছে।
কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানান, রাজ্য সরকার থেকে গতকাল একটি নির্দেশিকা এসেছে।সেই মোতাবেক এ কালিয়াগঞ্জ এর সিনেমা হল, নজমু নাট্য নিকেতনে কোন অনুষ্ঠান যাতে না হয় সেটা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এর পাশাপাশি শহরের একটি বড় হাট বসে ধনকৈল হাট। সেটাও যাতে বন্ধ রাখা হয় তার জন্য হাট কর্তৃপক্ষ কে অনুরোধ জানানো হয়েছে।তাদের বলা হয়েছে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেতু যাতে মাইকিং না করে ঢোল বাজিয়ে জানিয়ে দেওয়া হয়। কারণ সেখানে প্রচুর মানুষের সমাগম হয় হাটের দিনে। চেয়ারম্যান আরও বলেন এই রোগটা এতটাই সংক্রামক যে যেকোন মানুষের হতে পারে। এজন্য সচেতনতামূলক যা যা দরকার তার জন্য পৌরসভা যথেষ্ট তৎপরতা নিয়েছে। তিনি সকলকে অনুরোধ করেন ,বর্তমানে করোনা ভাইরাস নিয়ে যে ঝুঁকি চলছে এর মোকাবেলা করতে সকলকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন করোনা ভাইরাস আতঙ্কে পৌরসভার কোন কাজকর্মে বিঘ্ন ঘটছে না ।পাশাপাশি সাফাই কর্মীদের মাধ্যমে শহর যাতে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন এই রোগ যাতে কালিয়াগঞ্জ এর কোন মানুষকে ছুঁতে না পারে সেজন্য তারা সব রকম ভাবে প্রস্তুত হয়ে আছে।